ভালোবাসার গল্প কথা
বাড়িওয়ালা আমাকে ডেকে পাঠিয়েছেন। উনার বাসায় গেলাম। উনি কর্কশ গলায় আমাকে জিজ্ঞাসা করলো,
- ফালাক আজকে মাসের ২৭ তারিখ। তুমি বাসা ভাড়া কখন দেবে?
এমন সময়ে রুমে বাড়িওয়ালার বউ এলো। আমি বললাম,
- আংকেল আর দুই একদিনের মধ্যেই দিয়ে দিবো। এখনও টিউশনির টাকা হাতে পাইনি।
বাড়িওয়ালা আংকেল আমার উপরে খানিকক্ষণ চিল্লাপাল্লা করলো। আমি সেসবে পাত্তা না দিয়ে আংকেলের বউয়ের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বললাম,
"আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। দিন দিন আপনি সুন্দর হয়ে চলেছেন। রহস্য কী?"
উনি লজ্জা পেয়ে রুম থেকে চলে গেলেন। তারপর কিছুক্ষণ পরে আবার রুমে ফিরে বললেন,
- ফালাক তুমি আজকে দুপুরে আমাদের সঙ্গে ভাত খেয়ে যাবে। আর ভাড়া নিয়ে তোমার চিন্তা করতে হবে না। যদি পকেট ফাঁকা থাকে তাহলে আমাকে বলবা। আমি তোমাকে হাত খরচের জন্য টাকা দিবো।
বাড়িওয়ালা আংকেল রাগে গরগর করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। আর আমি উনার বউয়ের দিকে তাকিয়ে বললাম,
- আপু আপনি মানুষটা অনেক ভালো।
উনি দেখি আবারও লজ্জা পেয়ে রুম থেকে চলে গেলেন। এমন সময়ে রুমে বাড়িওয়ালার মেয়ে এলো। ভাবছি তাকে এখন কী ডাকবো?
#_ফান_পোস্ট
যারা এখনো আমাদের গ্রূপে জয়েন না হয়ে গল্প পড়ছেন তারা এখনোই আমাদের গ্রূপে জয়েন হয়ে নিন আমাদের গ্রুপ টা পাবলিক করা আমাদের গ্রূপের গল্প গল্প মন ছুঁয়ে যাবে গল্পকথা