
নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন: ১) লাইনের সূত্র: *যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত এগোতে থাকবে। ২) টেলিফোনের সূত্র: *যখন আপনি কোনো রঙ নাম্বারে ফোন করবেন, তখন কোনো এনগেজড টোন শুনতে পাবেন না। ৩)গ্যারেজের সূত্র: *গ্যারেজে কাজ করতে করতে যখন দুই হাত একদম কালি ঝুলিতে ভরে যায় ঠিক তখনই নাকের ডগাটা চুলকায়। ৪) বাথরুম সূত্র: *জল ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে। ৫) কারণ দেখানোর সূত্র: *যখনই আপনি আপনার ঊর্ধ্বতনকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, তখনই দেখবেন সেটা ঠিকঠিক কাজ করছে। ৬) চুলকানির সূত্র: *শরীরের সেই স্থানের চুলকানি সবসময় বেশি তীব্র হয় যে স্থানে হাত পৌঁছানো বেশি কঠিন। ৭) কফির সূত্র: *যখনই এক মগ গরম কফি হাতে নিয়ে আপনি আরাম করে খেতে বসবেন, ঠিক তখনই বস আপনাকে ডেকে পাঠাবে কোনো জরুরি কাজ করে দেওয়ার জন্য। ৮) দেখা হওয়ার সূত্র: *স্ত্রীর সঙ্গে শপিংয়ে বের হলে এমন একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার দেখা হবে যাকে আপনার স্ত্রী দু'চোখে দেখতে পারে না। ৯) মিথ্যা বলার সূত্র: *অফিসে দেরি হওয়ার কারণ হিসেবে মিথ্যা বলুন গাড়ির টায়ারটা রাস্তায় পাংচার হয়ে গিয়েছিল। ঠিক পরদিন সকালে অফিসে যাওয়ার সময় টায়ারটা পাংচার হয়ে যাবে। ১০) কেনাকাটার সূত্র: *দোকান থেকে কোনো কিছু কিনে খুশিমনে ফিরতে গেলে দেখবেন অন্য একটা দোকানে একই জিনিস আরও কম দামে বিক্রি হচ্ছে। ১১) বীমার সূত্র: *যে দুর্ঘটনার আশঙ্কায় বীমা করবেন, ধরে রাখুন সেটা ছাড়া বাকি সব দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে। ১২) দরজা খোলার সূত্র: *দরজা খোলার সময় আপনার একটা হাতে কোনো জিনিস ধরা থাকে তাহলে দরজার চাবিটা থাকবে যে হাতটা খালি ঠিক তার বিপরীত দিকের পকেটে। ১৩) দরকারের সূত্র: *বছরের পর বছর পড়ে আছে বলে কোনো জিনিস ফেলে দিলে দেখবেন ঠিক পরের সপ্তাহেই জিনিসটা আপনার দরকার। ১৪) কলিংবেল বাজার সূত্র: *বাড়িতে যখন একা থাকবেন এবং ঠিক যখন কমোডে বসবেন, তখনই কলিংবেলটা বেজে উঠবে। ১৫) ডাক্তারের কাছে যাওয়ার সূত্র: *শরীর খারাপ লাগার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, চেম্বারে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর আগেই শরীরটা ভালো হয়ে যাবে। কিন্তু না গিয়ে ঘরে বসে থাকুন, কিছুতেই শরীর ভালো হবে না।
See more...Intro
- Student at Sylhet govt pilot high school, Sylhet
- at ,
- Studied Student from Sylhet govt pilot high school, Sylhet
- Lives in Sylhet, Bangladesh
-
-