মজাদার Bangla Jokes খুঁজছেন? তাহলে আপনি একদম সঠিক পোস্টটি খুলেছেন। কারণ এই পোস্টে আমরা আপনাকে ও আপনার বন্ধু-বান্ধবদের হাসানোর জন্য সেরা Funny Bengali Jokes নিয়ে এসেছি। এই বাংলা জোকস গুলোকে আপনি খুব সহজেই কপি অথবা ডাউনলোড করে WhatsApp এর মাধ্যমে বন্ধু-বান্ধবদের পাঠাতে পারবেন।
ঠিক যেমন ভাবে আমাদের সুস্থ থাকার জন্য ঘুমের প্রয়োজন হয় ঠিক তেমন ভাবেই হাসিও আমাদের সুস্থ রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের এই পোস্টে আপনি পেট খুলে হাসার মতো এমন অনেক Bengali Jokes পেয়ে যাবেন যেগুলি আপনার সঙ্গে আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের মুখেও হাসি নিয়ে আসবে।
পাঁচু বৌদিকে নিয়ে মজাদার জোকস
পাঁচু বৌদির বর বৌদিকে এসএমএস করেছে , 'কী করছ সোনা?' 'আই অ্যাম ডায়িং।'
লোকটি আনন্দে নেচে উঠে আবার লিখল, 'সুইট হার্ট, আমি কী করে বাঁচব তোমাকে ছাড়া?'
পাঁচু বৌদি ধমক দিয়ে'দূর বোকা, আমি আমার চুল ডাই করছিলাম!'
গরু উড়তে পারে না
রাজিব রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার ওপরে বিদ্যুতের তারে একটি পাখি বসে আছে। এক সময় পাখিটি মল ত্যাগ করামাত্র সোজাসুজি তা রাজিবের মাথার ওপর গিয়ে পড়ল।
এটা দেখে রাজিব আশপাশে তাকালেন কেউ দেখেছে কি না, তা বুঝতে। তারপর মনে মনে বলতে লাগলেন, ‘তাও ভালো যে, গরু উড়তে পারে না, আর তারের ওপরও বসতে পারে না।’
গরু উড়তে পারে না
রাজিব রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তার ওপরে বিদ্যুতের তারে একটি পাখি বসে আছে। এক সময় পাখিটি মল ত্যাগ করামাত্র সোজাসুজি তা রাজিবের মাথার ওপর গিয়ে পড়ল।
এটা দেখে রাজিব আশপাশে তাকালেন কেউ দেখেছে কি না, তা বুঝতে। তারপর মনে মনে বলতে লাগলেন, ‘তাও ভালো যে, গরু উড়তে পারে না, আর তারের ওপরও বসতে পারে না।’
ভিক্ষা নেওয়ার জন্য অফিস
রাস্তার পাশে এক ভিক্ষুকের সঙ্গে সালমানের কথা হচ্ছে—
ভিক্ষুক: বাবা, একটা টাকা দেবেন?
সালমান: রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চাইতে তোমার লজ্জা করে না?
ভিক্ষুক: আরে, আপনার কাছ থেকে এক টাকা ভিক্ষা নেওয়ার জন্য রাস্তায় অফিস খুলে বসতে হবে না কি!
****
বিলের গভীরতা এক ফুট
একদিন লালু বিলের ধারে বসে আছে। এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল—
লোক: ভাই, এই বিলের গভীরতা কেমন হবে, বলতে পারেন?
লালু: হবে হয়তো এক ফুটের কাছাকাছি!
লোক: আপনি এত নিশ্চিত হলেন কী করে যে, এই বিলের গভীরতা মাত্র এক ফুট? আপনি কি কখনো এই বিলে নেমেছিলেন? লালু: না, আমি কখনো এ বিলে নামিনি। তবে একটু আগে একটা হাঁসকে নামতে দেখেছি। কিন্তু হাঁসটার শুধু পা দুটোই জলে ডুবে ছিল। গভীরতা বেশি হলে তো পুরো হাঁসেরই ডুবে যাওয়ার কথা ছিল, তাই না!
****
ফুটবলার জিদান লাপাত্তা
বেশ কয়েক দিন ধরে ফুটবলার জিদান লাপাত্তা। তাই জিদানের স্ত্রী গেছেন ওই দেশের পুলিশের কাছে—
স্ত্রী: স্যার, জিদান এক সপ্তাহ আগে আলু কেনার কথা বলে বাজারে গিয়েছিলেন। কিন্তু আজও বাসায় ফেরেননি। দয়াকরে যদি একটু খোঁজ করতেন তার।
পুলিশ: আপনি এত অস্থির হচ্ছেন কেন? আলু বাদে অন্য কিছু রান্না করলেই তো হয়!
গরম লাগলে কী করবেন?
একবার প্রচণ্ড গরমের সময় শফিকের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে—
ভদ্রলোক: আচ্ছা জনাব, আপনার যখন গরম লাগে, আপনি তখন কী করেন?
শফিক: কেন, এসির পাশে গিয়ে বসে থাকি!
ভদ্রলোক: এসির পাশে বসেও যদি আপনার গরম লাগে?
শফিক: হুম, তখন এসিটা চালিয়ে দেই।
****
ইংরেজি সিনেমা দেখা নিষেধ
একবার কলেজের অডিটরিয়ামে মাদার তেরেসা এসেছিলেন। অনুষ্ঠানটি দেখা নিয়ে হীরা আর ভোলার সঙ্গে কথা হচ্ছে—
হীরা: জানিস, আজ সন্ধ্যায় মাদার তেরেসা আসবেন আমাদের অডিটরিয়ামে। চল না, একসঙ্গে দেখে আসি।
ভোলা: না রে! তুই একাই যা। বাবা আমাকে ইংরেজি সিনেমা দেখতে নিষেধ করেছেন তো!
****
আয়নায় নিজের চেহারা দেখা
একদিন বাদশা তার সহযোগীকে বললেন
বাদশা: কাল থেকে আমি আর আয়নায় নিজের চেহারা দেখব না। আমার চেহারা যে এত বিচ্ছিরি, তা এতদিনে জানলাম।
সহযোগী: হুজুর, মাফ করবেন, আয়নায় নিজেকে দেখে বলছেন আপনি দেখতে বিচ্ছিরি। কিন্তু এই এতদিন সবাই আয়না ছাড়াই আপনাকে দেখতে বাধ্য হয়েছে।
Sarmin Chy 24 w
hmm